Connect with us
ফুটবল

জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল

Real Madrid beat Juventus FC
জুভেন্টাসকে হারাল রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আল-হিলালের সঙ্গে ড্র করে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এরপর ঘুরে দাঁড়ায় দলটি। টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে শেষ ষোলো রাউন্ডে। আর যেখানে জুভেন্টাসকে হারিয়ে এবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।

গতকাল মঙ্গলবার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। দলের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামলেন কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। আজ রিয়ালকে জয়সূচক গোল উপহার দেন গঞ্জালো গার্সিয়া।

এদিন বল দখলের খেলায় শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। যদিও তাদের পাল্টা চাপে রাখার চেষ্টা করে জুভেন্টাস। তবে গোটা ম্যাচে ২২ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে রিয়াল। যার ১১টি থাকে লক্ষ্যে। অপরদিকে ৬ আক্রমণের ২টি লক্ষ্যে রাখে জুভেন্টাস। 


আরও পড়ুন:

» বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (২ জুলাই ২৫)

» প্রথম ওয়ানডের আগে রিশাদকে নিয়ে বড় দুঃসংবাদ


ম্যাচের শুরু থেকেই মাদ্রিদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক মিচেল গ্রিগ্রোরিয়ো। প্রথমার্ধের প্রতিপক্ষের একাধিক দারুন শট রুখে দেন গোল পোস্টের এই মানব প্রাচীর। তবে টানা আক্রমণে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ম্যাচের ৫৪ মিনিটে হজম করে বসেন গোল। পিছিয়ে পড়ে জুভেন্টাস। 

ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে বক্সের ভেতর থেকে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন গার্সিয়া। চলতি আসরে এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল এটি। আর রিয়ালের জার্সিতে ট্রেন্ট অ্যালেক্সান্ডারের প্রথম অ্যাসিস্ট। এরপর অসংখ্য আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে জুভেন্টাসের। আর কোয়ার্টার ফাইনালে লস ব্লাঙ্কোসরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ডর্টমুন্ড। যারা মন্টেরিকে ২-১ গোলে হারিয়ে উঠেছে কোয়ার্টারে। আগামী ৫ জুলাই রাতে মাঠে গড়াবে এই ম্যাচ। 

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল