
প্রায় দেড়মাস পর জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে পুনরায় বাইশ গজে ফিরছেন তিনি। তবে মাঠে নামার আগে মুস্তাফিজকে নিয়ে সতর্ক অবস্থানে লঙ্কানরা। তার বোলিং মোকাবেলার জন্য পরিষ্কার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
গত মে মাসে আরব আমিরাতে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচ খেলে আইপিএলে যোগ দেন তিনি। তবে আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন এই পেসার। যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি।
সবশেষ কয়েকটি ম্যাচে মুস্তাফিজের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে তার অন্তর্ভুক্তিতে স্বস্তি ফিরছে টাইগার শিবিরে। তবে মুস্তাফিজকে বিপজ্জনক মনে করে আগেই বেশ সতর্ক স্বাগতিকরা। তাকে ঘিরে আলাদা পরিকল্পনাও রয়েছে চারিথ আসালাঙ্কাদের।
আরও পড়ুন:
» এশিয়ান কাপে খেলার স্বপ্নপূরণে মিয়ানমারকে হারাতে চায় বাংলাদেশ
» রেকর্ড সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে উত্থান মান্ধানার, এগোলেন জ্যোতিও
আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। মুস্তাফিজ বলেন, ‘মুস্তাফিজ একজন দারুণ বোলার। সে এর আগেও নিজেকে প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে সে অনেক উইকেট নিয়েছে। তাকে নিয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। কারণ আমরা জানি সে বিপজ্জনক হয়ে উঠতে পারে।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই মাঠে বাড়তি উত্তেজনা। এবারের সিরিজে এমনটা দেখা যাবে কিনা এ বিষয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আশা করছি এই সিরিজে বেশ উত্তেজনা থাকবে। আমরা মাঠের বাইরে বেশ ভালো বন্ধু। তবে খেলার মধ্যে লড়াইটা বেশি দেখা যায়। এমন লড়াই, এমন উত্তাপ ছড়ানো ম্যাচ দর্শকরা প্রত্যাশা করে। তবে দিনশেষে আমরা ভালো বন্ধু।’
টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ভালো লড়াই উপহার দিলেও দ্বিতীয়টিতে বাজেভাবে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে। তবে ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি
