Connect with us
ক্রিকেট

কৌশলে চুক্তি করে চলেছে বরিশাল, দলে ৬ বিদেশি ক্রিকেটার

Fortune Barishal
ফরচুন বরিশাল। ছবি- সংগৃহীত

গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল দলটি। এবার নিজেদের তৃতীয় ট্রফির লক্ষ্যে আগে ভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বরিশাল। এখন পর্যন্ত ৬ বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গতকাল রোববার (২৯ জুন) বরিশালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছরের রজতজয়ন্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তবে অন্য দলের বিপক্ষে নিজেদের কৌশলগত কারণে ক্রিকেটারদের নাম না জানানোর কথা বলেন তিনি।

সেই কৌশলের কথা জানিয়ে মিজান বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে।’


আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে আজ চার দলের হাইভোল্টেজ দুটি ম্যাচ

» আজ ফাহামিদুলের জন্মদিন, পা রাখলেন ঊনিশে


তিনি আরও যোগ করেন, ‘বাকি দলগুলো তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।’

প্রতি আসরেই তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল করার চেষ্টা করে বরিশাল। গত বিপিএলেও দলটিতে ছিল শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগে জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে গোটা আসরে না হলেও ফাইনালে তাকে পেয়েছিল বরিশাল। যদিও একাদশে রাখা হয়নি তাকে।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট