Connect with us
ক্রিকেট

দলে ফিরে খুশি তাসকিন, জিততে চান সাদা বলের সিরিজ

Taskin is happy to be back in the team
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলের ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সফরে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে পুনরায় বাইশ গজে ফিরতে যাচ্ছেন এই টাইগার স্পিডস্টার। অনেকদিন পর মাঠে ফিরতে পেরে খুশি তিনি। শ্রীলঙ্কা সফরে সাদা বলের দুটো সিরিজেই জিততে চান এই তারকা পেসার।

ওয়ানডে সিরিজ খেলতে গতকাল দেশ ছেড়েছিলেন ৮ ক্রিকেটার। সেই বহরে ছিলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবরা। আজ (শনিবার) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। দীর্ঘদিন পর মাঠে ফিরে উচ্ছ্বসিত এই পেসার। টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে মুখিয়ে আছেন এই তারকা।

তাসকিন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি মাঠে নামতে মুখিয়ে আছি। অনেকদিন পর দলে ফিরে খুব ভালো লাগছে। মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলতে পারিনি। এখন বেশ ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরতে পেরেছি। একটাই প্রত্যাশা যেন দলের জয়ের ভূমিকা রাখতে পারি।’


আরও পড়ুন:

» সিরিজের মাঝপথে শান্তর পদত্যাগ নিয়ে বিসিবি সভাপতির আক্ষেপ

» শান্তর দায়িত্ব ছাড়ার পর টেস্ট দলের নেতৃত্বে আসছেন যিনি


টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে চান তাসকিনরা। এই পেসার বলেন, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই আমরা জিততে চাই। খেলায় হারজিত তো থাকবেই। ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দিব। আমার বিশ্বাস আছে আমরা জিতব।’

আগামী ২ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৫ জুলাই একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পাল্লেকেলেতে পাড়ি জমাবে দুই দল। ৮ জুলাই সেখানেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট