Connect with us
ফুটবল

ফুটবলের চেয়েও বড় কিছু আছে হামজার কাছে, জানালেন নিজেই

হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আবারও প্রমাণ করলেন, তিনি কেবল মাঠের খেলোয়াড়ই নন- সমাজের প্রতি তার দায়বদ্ধতাও সমান গভীর।

এবার তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশের পথশিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন LEEDO-র অ্যাম্বাসাডর হিসেবে। একইসঙ্গে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন বাংলাদেশ-এর প্যাট্রন হিসেবেও দায়িত্ব নিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগময় বার্তায় হামজা লিখেছেন- ফুটবলের চেয়েও বড় কিছু আছে, আর এটা তারই একটি। আমি একজন মুসলমান, একজন বাবা এবং একজন বাংলাদেশি- এই তিন পরিচয়ের দায় থেকেই আমি এই উদ্যোগে যুক্ত হয়েছি।


আরও পড়ুন:

»ক্লাব বিশ্বকাপ : আর্জেন্টিনার শেষ ভরসাও ‘শেষ’!

»বোল্ড হয়েও ডিআরএসের আবেদন! অতঃপর


LEEDO-র শিশুদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি বলেন, প্রথমে জানতেন না ঠিক কী দেখতে যাচ্ছেন। কিন্তু সংগঠনের শিশুদের কাছ থেকে যে ভালোবাসা, হাসি ও আলিঙ্গন তিনি পেয়েছেন, তাতে তিনি আপ্লুত।

হামজা বলেন, এই শিশুরা অনেক কষ্টের জীবন পার করেছে। তবুও তারা এক চিলতে হাসি নিয়ে আমাকে স্বাগত জানিয়েছে। এটি আমার জীবনের আরেকটি বড় শিক্ষা।

তিনি আরও যোগ করেন, ভালোবাসা, যত্ন ও মনোযোগ পেলে, প্রত্যেকেই নতুন করে জীবন শুরু করতে পারে।

LEEDO-র কাজকে অসাধারণ বলে প্রশংসা করেন এই ফুটবলার। সংগঠনের অ্যাম্বাসাডর হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যদি সবাই একসঙ্গে এগিয়ে আসে, তবে পরিবর্তন অবশ্যই সম্ভব।

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল