
চলতি ক্লাব বিশ্বকাপে চলছে ব্রাজিলের ক্লাবগুলোর দাপট। ইউরোপিয়ান পরাশক্তিরা একে একে পরাস্ত হচ্ছে দক্ষিণ আমেরিকার দলগুলোর কাছে। গত পরশু ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছিল বোতাফোগো। আর এক দিনের ব্যবধানে সাবেক ইউরোপ সেরা চেলসিকে হারিয়ে দিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো।
এই জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করল রিও ডি জেনেইরোর ক্লাবটি।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় পায় ফ্ল্যামেঙ্গো। ৩৩ বছর পর ইউরোপীয় দলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পেল কোনো দক্ষিণ আমেরিকান দল।
আরও পড়ুন
» শেষ ষোলো নিশ্চিত করতে মেসিদের সামনে যে সমীকরণ
» ফ্রি-কিক থেকে গোলে জয়ের পর প্রতিপক্ষকে মেসির বার্তা
এই কীর্তির শেষ নজির ছিল ১৯৯২ সালে- ইন্টারকন্টিনেন্টাল কাপে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়েছিল সাও পাওলো।
ফ্ল্যামেঙ্গোর এই জয় আরও একটি ইতিহাসও মনে করিয়ে দেয়। ২৫ বছর পর কোনো ইউরোপীয় ক্লাবকে দুই বা ততোধিক গোলের ব্যবধানে হারাল নন-ইউরোপিয়ান কোনো দল। ২০০০ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩–১ গোলে হারিয়েছিল ভাস্কো দা গামা- এখন পর্যন্ত সেটিই ছিল সর্বশেষ ঘটনা।
লিংকন ফিনানশিয়াল ফিল্ডে ৫৪ হাজার দর্শকের সামনে ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে ফ্ল্যামেঙ্গো। প্রতিপক্ষের ডিফেন্সিভ ভুল কাজে লাগিয়ে চেলসিকে এগিয়ে দেন উইঙ্গার পেদ্রো নেতো। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি।
তবে ম্যাচের ৬২ মিনিটে ব্রুনো হেনরিক গোল করে সমতা ফেরান। এরপর কর্নার থেকে হেনরিকের হেডে বল পান দানিলো, যিনি দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান। ২–১ ব্যবধানে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো।
৬৮ মিনিটে চেলসির নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি। সংখ্যাগত ঘাটতির সুযোগ নিয়ে ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্ল্যামেঙ্গোর ফরোয়ার্ড ওয়ালাসে ইয়ান।
বাকি সময়ে আর কোনো গোল না হলেও ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্ল্যামেঙ্গো। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। সমান ম্যাচে চেলসি ও ইএস তিউনিসের পয়েন্ট ৩ করে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল, যেখানে জয়ী দলই ফ্ল্যামেঙ্গোর সঙ্গী হয়ে উঠবে শেষ ১৬তে।
ম্যাচ শেষে ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইস বলেন, এটা আমার ও ক্লাবের জন্য এক বিশেষ দিন। শুরু থেকেই আমরা বিশ্বাস করছিলাম আমাদের জয়ের সুযোগ আছে। ওয়েসলির ভুল সত্ত্বেও আমরা পিছু হটিনি বরং খেলায় আরও মনোযোগী হয়েছি।
ক্রিফোস্পোর্টস/২১জুন২৫/এসএ
