
নতুন আঙ্গিকে, নতুন রূপে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ ২০২৫। গত ১৫ জুন ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের সেই উদ্বোধনী ম্যাচে অবশ্য কোনো গোল না করেই মাঠ ছাড়তে হয়েছিল। আজ আবারও মাঠে নামবে মেসিরা।
এবার গোল পেতে মরিয়া মেসির দল। লিওনেল মেসির মায়ামি এবার নামবে টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে। বাংলাদেশ সময় রাত ১টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে ইন্টার মায়ামি-পোর্তো ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন নামে এক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
শুরটা খুব বেশি ভালো হয়নি ইন্টার মায়ামির। উদ্বোধনী ম্যাচে কোন গোল না পেয়ে ম্যাচ ড্র করে ফিরতে হয়েছে বাসায়। এবার গোল পেতে মরিয়া মেসির দল।
আরও পড়ুন:
» নিশাঙ্কার শতকে হতাশা বাড়ছে বাংলাদেশের বোলারদের
» বিদেশি লিগে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অন্যদিকে পোর্তোর সময়টাও খুব বেশি ভালো যাচ্ছে না, গত দুই ম্যাচ টানা হারের পর জয়ের জন্য মরিয়া এই দল ও।জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা। দেখা যাক মাঠের লড়াইয়ে শেষ হাসিটা আজ কারা হাসে!
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এআর/এজে
