Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে কবে-কোথায় বাংলাদেশের ম্যাচ?

Bangladesh in Test Championship
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার শুরু হতে যাচ্ছে ২০২৫-২৭ নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। যেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সূচনা হতে যাচ্ছে এই প্রতিযোগিতার আসন্ন নতুন চক্রের খেলা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল খেলবে মোট ৬টি করে সিরিজ। যার মধ্যে তিনটি নিজেদের মাঠে ও বাকি তিনটি প্রতিপক্ষের মাঠে। বাংলাদেশ খেলবে এই চক্রের সবচেয়ে কম সর্বমোট ১২টি টেস্ট ম্যাচ। আর টাইগারদের সমান সংখ্যক ম্যাচ খেলবে কেবল শ্রীলঙ্কা।

আসন্ন এই টেস্ট চক্রে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। যার মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ। আর বাকি তিন দলের বিপক্ষে খেলা হবে অ্যাওয়ে সিরিজ।




আরও পড়ুন:

» তিন ম্যাচের সিরিজ মাত্র একদিনেই জিতল ওয়েস্ট ইন্ডিজ

» শখের বশে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ১০ গোল হজম


 

শ্রীলঙ্কা সফরের পর চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে আর কোন ম্যাচ নেই বাংলাদেশের। ২০২৬ সালে মোট চার সিরিজ খেলবে টাইগাররা। যেখানে খেলা থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর ২০২৭ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি:

সিরিজস্থানসময়ম্যাচ সংখ্যা
শ্রীলঙ্কাশ্রীলঙ্কাজুন ২০২৫
পাকিস্তানবাংলাদেশমার্চ ২০২৬
অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়াআগস্ট ২০২৬
ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশঅক্টোবর ২০২৬
দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকানভেম্বর ২০২৬
ইংল্যান্ডবাংলাদেশফেব্রুয়ারি ২০২৭

উল্লেখ্য, আগামী ১৭ জুন গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট। এই সিরিজ দিয়েই শুরু হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের খেলা।

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট