Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?

wtc final 2025
মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছবি- সং =গৃহীত

বুধবার থেকে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচকে ঘিরে রয়েছে আবহাওয়া-সংক্রান্ত শঙ্কা। পাঁচ দিনের এই টেস্ট যদি বৃষ্টিতে ভেস্তে যায় বা ড্র হয়, তাহলে কে হবে চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে আইসিসি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই আকাশ মেঘলা থাকতে পারে। দ্বিতীয় দিনের জন্য বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বাকি দিনগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্ধারিত রয়েছে একটি ‘রিজার্ভ ডে’। অর্থাৎ, নির্ধারিত পাঁচ দিনে খেলা সম্পূর্ণ না হলে ষষ্ঠ দিনে সেই সময় পূরণ করার সুযোগ থাকবে।

২০২১ সালের ফাইনালে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেই ফাইনাল শেষ হয়েছিল রিজার্ভ ডে-তে। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।


আরও পড়ুন

» আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন ৭ কিংবদন্তি

» সিকান্দার রাজার অভিযোগে বরখাস্ত হলেন কোচ, কেন


এবারের ফাইনাল যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, কিংবা ম্যাচ ড্র বা টাই হয়, তাহলে দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় কে এগিয়ে ছিল, সেটি বিবেচনায় আনা হবে না। কারণ, সব দল একে অপরের বিরুদ্ধে সমান সংখ্যক সিরিজ বা টেস্ট খেলেনি। ফলে, কাউকে বাড়তি সুবিধাও দেওয়া হয় না।

প্রথম দুই আসরে ফাইনালে উঠেছিল ভারত। তবে এবার তারা পারেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার এবং অস্ট্রেলিয়া সফরে পরাজয়ের কারণে পিছিয়ে পড়ে রোহিত শর্মার দল। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবারও তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। এবারের চমক দক্ষিণ আফ্রিকা, যারা দেশের মাটিতে শেষ দুই সিরিজ জিতে ফাইনালে পৌঁছেছে।

ক্রিফোস্পোর্টস/১০জুন২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট