Connect with us
ক্রিকেট

এই দিনটির জন্য ১১ বছর অপেক্ষা করেছে পাঞ্জাব কিংস!

Punjab Kings IPL2025
সেই ইতিহাস ফের লিখতে পেরেছে পাঞ্জাব কিংস। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্লে-অফে প্রথম স্থান নিশ্চিত করেছে পঞ্জাব কিংস। গতকাল সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে এই সাফল্য পায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি। ১১ বছরের মধ্যে এই প্রথমবার লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পাঞ্জাব।

দলটির অন্যতম মালিক অভিনেত্রী প্রীতি জিনতা এই কৃতিত্বে দারুণ খুশি। তিনি দলের সাফল্যের পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন-অধিনায়ক ও কোচের সমন্বয়, নিলামে কৌশলগত বুদ্ধিমত্তা ও শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব।


আরও পড়ুন

» খরচ কমাতে বাংলাদেশ সিরিজে ডিআরএস রাখছে না পিসিবি!

» আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে


অধিনায়ক ও কোচের চমৎকার সমন্বয়

চলতি আইপিএল-২০২৫ এ পঞ্জাব ৯টি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে তাদের মোট সংগ্রহ ১৯ পয়েন্ট।

এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রীতি জিনতা বলেন, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও কোচ রিকি পন্টিং একসঙ্গে দলকে দারুণভাবে পরিচালনা করছেন। তাদের বোঝাপড়া দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

Shreyas & Ponting's Miracle

Shreyas & Ponting’s Miracle

নিলামে সুপরিকল্পিত কৌশল

প্রীতি জিনতা বলেন, আমরা নিলামে ভারতীয় খেলোয়াড়দের প্রতি গুরুত্ব দিয়েছি। লক্ষ্য ছিল একটি শক্তিশালী ইউনিট তৈরি করা।

শ্রেয়াসের নেতৃত্বে দুর্দান্ত সাফল্য

দলের সাফল্যের পেছনে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন প্রীতি। তিনি বলেন, দলের সামগ্রিক পারফরম্যান্সের কৃতিত্ব শ্রেয়াসের প্রাপ্য। রিকি পন্টিং তার পাশে থেকে পুরোপুরি সমর্থন দিয়েছেন।

এদিকে পাঞ্জাব কিংস সর্বশেষ ২০১৪ সালে লিগ পর্বে শীর্ষে ছিল। এবার তারা সেই ইতিহাস ফের লিখতে পেরেছে। তবে তাদের চূড়ান্ত শীর্ষস্থান নির্ভর করছে আরসিবি ও এলএসজির মধ্যকার ম্যাচের ফলাফলের উপর। আরসিবি জিতলে তাদেরও ১৯ পয়েন্ট হবে, তখন নেট রান রেটের ভিত্তিতে শীর্ষস্থান নির্ধারিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট