
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এর আগে আজ মঙ্গলবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাগতিক দলের অধিনায়ক সালমান আলী আগা ও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।
লিটনের নেতৃত্বে সবশেষ আরব আমিরাত সিরিজে হতাশ করেছে বাংলাদেশ। এই দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তবে আরব আমিরাত সিরিজে ব্যর্থ হলেও পাকিস্তানের বিপক্ষে ভালো করার সুযোগ আছে তাদের।
তবে এই সিরিজে অভিজ্ঞ সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই দুই তারকা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া তরুণ গতি তারকা নাহিদ রানা পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন :
» খরচ কমাতে বাংলাদেশ সিরিজে ডিআরএস রাখছে না পিসিবি!
» আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে
অন্যদিকে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছেন। তবে এই সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের বিশ্রামে রাখা হয়েছে। এছাড়া শেষ সময়ে এসে ছিটকে গেছেন ওয়াসিম জুনিয়র। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি।
আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ৩০ মে ও ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, শাহিবজাদা ফারহান, নাসিম শাহ।
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/বিটি
