
পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আর গুরুত্বপূর্ণ এই সফরের আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। স্কোয়াডে নাম থাকলেও শেষ দিকে এসে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
জানা গেছে হাতের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করে তার ইনজুরির কথা। ফিজের পরিবর্তে পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। এখন পর্যন্ত সংক্ষিপ্ত এই ফরমেটে তার ঘটেনি অভিষেক।
গতকাল রোববার রাতে এক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে। এতে করে গোটা পাকিস্তান সফরেই থাকছেন না তিনি। সিরিজের সবগুলো ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৮ মে, ৩০ মে ও ১ জুন।
আরও পড়ুন:
» কোয়েটাকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর
» এমন রেকর্ড আর নিজের নামের পাশে চাইবেন না রশিদ খান!
বিসিবির সেই বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে মুস্তাফিজের, ‘গত শনিবার আইপিএলে খেলার সময় মুস্তাফিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় দেখা দিয়েছে। এই চোট থেকে সেরে উঠতে তার কিছু দিন বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন।’
তিনি আরও জানান, ‘আমাদের এখনকার মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে খেলার জন্য বিবেচনা করা যাবে না। সেরে ওঠার অগ্রগতি দেখতে দুই সপ্তাহ পর আমরা ফের তার অবস্থা দেখব।’
ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস
