Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দল এখন পাকিস্তানে, টি-টোয়েন্টি সিরিজ কবে কখন?

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (২৫ মে) সকালে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। এই বহরে রয়েছেন ১০ জন ক্রিকেটার।

তাদের মধ্যে আছেন- হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া সঙ্গে রয়েছেন- টিম ম্যানেজার নাফিস ইকবালসহ কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকি ক্রিকেটাররা সোমবার দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন পিএসএল খেলতে। এছাড়াও তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও আগে থেকেই দেশটিতে অবস্থান করছেন।


আরও পড়ুন 

»শূন্যে লাফিয়ে অবিশ্বাস্য ক্যাচ! বেন স্টোকসের বিস্ময় (ভিডিও)

»মুস্তাফিজরা কেন প্লে-অফে উঠতে পারল না? ব্যাখ্যা দিল্লির অধিনায়কের


 

অন্যদিকে, আইপিএল শেষে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার তার আইপিএল মিশন শেষ হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজ কবে কখন

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ মে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন। ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম

ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট