Connect with us
ক্রিকেট

সাকিবের রেকর্ড ভেঙে আইপিএলে নতুন মাইলফলক মুস্তাফিজের

Shakib
আইপিএলে সাকিবের রেকর্ড ভেঙে উইকেট শিকারের শীর্ষে মুস্তাফিজ

কারো কারো কাছে রেকর্ডের বরপুত্র নামে পরিচিত সাকিব আল হাসান। যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় প্রিমিয়ার লিগ- আইপিএলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস গড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি ছাড়িয়ে গেছেন সাকিবকে।

আইপিএলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন ফিজ। শনিবার (২৪ মে) জয়পুরের মানসিং স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ফলে আইপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। এর আগে সাকিবের ছিল সর্বোচ্চ ৬৩টি উইকেট।

গত রাতে ম্যাচের শুরুতেই নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রিয়াংশ আর্যকে আউট করে সাকিবকে স্পর্শ করেন কাটার মাস্টার। ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে ফিরিয়ে পেছনে ফেলেন সাকিবকে। আর ইনিংসের শেষ ওভারে মার্কো ইয়ানসেনকে আউট করে সাকিবের চেয়ে দুটি উইকেট বেশি শিকার করেন এই বাঁহাতি পেসার।


আরও পড়ুন

» মুস্তাফিজরা কেন প্লে-অফে উঠতে পারল না? ব্যাখ্যা দিল্লির অধিনায়কের

» শূন্যে লাফিয়ে অবিশ্বাস্য ক্যাচ! বেন স্টোকসের বিস্ময় (ভিডিও)


আইপিএলে মুস্তাফিজের পরিসংখ্যান: ৬০ ইনিংসে ৬৫ উইকেট। এবারের আসরে শেষ দিকে দিল্লি দলে যোগ দিয়ে মোট ৩ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের এই অর্জন আবারও প্রমাণ করল, বড় মঞ্চে বাংলাদেশের পেসাররাও রাখতে পারেন দাপুটে উপস্থিতি।

ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ৮ উইকেটে ২০৬ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দিল্লি এবারের আসর শেষ করেছে পঞ্চম স্থানে।

এবারের আসরে সেরা চারে রয়েছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট