Connect with us
ক্রিকেট

শূন্যে লাফিয়ে অবিশ্বাস্য ক্যাচ! বেন স্টোকসের বিস্ময় (ভিডিও)

eng vs zim ben stokes wiket
স্টোকসের বলে ক্যাচটি নেন হ্যারি ব্রুক। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ড ইনিংস ও ৪৫ রানের জয় তুলে নিয়েছে। সেই ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে হ্যারি ব্রুকের এক অবিশ্বাস্য ‘সুপারম্যান ক্যাচ’, যা হতবাক করে দিয়েছে মাঠে থাকা দর্শক থেকে শুরু করে খেলোয়াড়দেরও।

শনিবার (২৫ মে) টেস্টের তৃতীয় দিনে বেন স্টোকসের বলে জিম্বাবোয়ের ওয়েসলি মাধেভেরের ক্যাচটি নেন হ্যারি ব্রুক।

দ্বিতীয় স্লিপের উপর দিয়ে বলটি যাচ্ছিল, সেই মুহূর্তে ব্রুক বাতাসে লম্বা লাফ দিয়ে এক হাতে বাঁদিকে ঝুঁকে অসাধারণভাবে ক্যাচটি তালুবন্দি করেন। এমন দুর্দান্ত ক্যাচে বিস্মিত হয়ে যান স্টোকসও। তিনি এতটাই অবাক হয়ে পড়েছিলেন যে প্রথমে ব্রুককে জড়িয়ে ধরতেও ভুলে যান।


আরও পড়ুন 

» মুস্তাফিজরা কেন প্লে-অফে উঠতে পারল না? ব্যাখ্যা দিল্লির অধিনায়কের

» ২০২৫ আইপিএলের শেষটা জয়ে রাঙালেন মুস্তাফিজরা


ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি ব্রুকের ক্যারিয়ারের অন্যতম সেরা ক্যাচ হয়ে থাকবে।

এই উইকেটটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়েসলি মাধেভেরে এবং সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ার পর এই ক্যাচে ভেঙে যায় সেই জুটি। এরপর আর জিম্বাবোয়ে ঘুরে দাঁড়াতে পারেনি।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেটে ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করে। জ্যাক ক্রাউলি (১২৪), বেন ডাকেট (১৪০) এবং অলি পোপ (১৭১)-এর সেঞ্চুরিতে এই বিশাল সংগ্রহ দাঁড়ায়। জবাবে, জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় এবং ফলোঅন করতে বাধ্য হয়।

প্রথম ইনিংসে জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

দ্বিতীয় ইনিংসেও একই গল্প। জিম্বাবোয়ে মাত্র ২৫৫ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে স্পিনার শোয়েব বশির দুর্দান্ত বোলিং করেন-দ্বিতীয় ইনিংসে নেন ৬টি উইকেট। পুরো ম্যাচে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ৯। এতে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

এই জয়ে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড শিবির। তবে হ্যারি ব্রুকের সেই দুর্দান্ত ক্যাচ এখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে-যা এই টেস্ট ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট