Connect with us
ক্রিকেট

মুস্তাফিজরা কেন প্লে-অফে উঠতে পারল না? ব্যাখ্যা দিল্লির অধিনায়কের

Mustafizur with Delhi
কেন দিল্লি শীর্ষ চারে পৌঁছাতে পারেনি? ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মৌসুমটি জয় দিয়ে শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি জানিয়েছেন, আসরের শেষ ম্যাচে জয় পাওয়া অবশ্যই স্বস্তিদায়ক।

একইসঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন, কেন দিল্লি শীর্ষ চারে পৌঁছাতে পারেনি।

ডু প্লেসি স্বীকার করেছেন, পুরো আসরে দল ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়াতেই দিল্লি প্লে-অফে জায়গা করতে পারেনি।


আরও পড়ুন

» ২০২৫ আইপিএলের শেষটা জয়ে রাঙালেন মুস্তাফিজরা

» শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হামজাদের, ওঠা হলো না প্রিমিয়ার লিগে


এদিকে শনিবার রাতে পাঞ্জাব কিংসকে হারিয়ে শেষটা জয়ে রাঙিয়েছেন মুস্তাফিজরা। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে এবং মুকেশ কুমার একটি উইকেট শিকার করেন।

১৪টি ম্যাচে সাত জয়, ছয় হার এবং একটি ফলাফলহীন ম্যাচ নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে শেষ করেছে তারা।

ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, জয় দিয়ে আসর শেষ করাটা গুরুত্বপূর্ণ। পঞ্চম স্থানে থাকা আমাদের বাস্তব প্রতিফলন। তবে শীর্ষ চারে জায়গা করে নিতে হলে আরও বেশি ধারাবাহিকতা দেখাতে হতো।

আসরের শুরুটা ভালো হলেও, মাঝপথে গতি হারায় দিল্লি। প্রথমদিকে টানা চারটি ম্যাচে জয় পেলেও, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ছন্দ হারায় তারা।

দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, এটা এক ধরনের রহস্য। আত্মবিশ্বাসের অভাব, ফর্মে না থাকা এবং মৌলিক বিষয়গুলো ঠিকঠাকভাবে না করা-সব মিলিয়েই ব্যর্থতা এসেছে।

তিনি আরও বলেন, যখন আপনি ভালো খেলেন, তখন ছোট ছোট ব্যবধানগুলোও আপনার পক্ষে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায় প্রতিবারই ব্যাটিং এবং বোলিং-দুদিকেই পাঁচ-ছয় ওভারের একটি ছোট ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়েছে।

এই ম্যাচে দিল্লির হয়ে নজর কাড়েন সমীর রিজভি। তিনি মাত্র ২৫ বলে অপরাজিত ৫৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। তার এই ইনিংসের সৌজন্যে দিল্লি ২০৭ রানের লক্ষ্য মাত্র ১৯.৩ ওভারে তাড়া করে নাটকীয় ছয় উইকেটে জয় নিশ্চিত করে।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট