
তিন ম্যাচ আগেও আইপিএলের প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গত দুই ম্যাচে টানা হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় দলটি। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে জয়ে ফিরেছে ফাফ ডু প্লেসির দল। পাঞ্জাব কিংসকে হারিয়ে শেষটা জয়ে রাঙিয়েছেন মুস্তাফিজরা।
শুক্রবার (২৪ মে) পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এতে ১৪ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে দলটি।
জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া প্রবসিমরান সিং ২৮, জশ ইংলিস ৩২ এবং শেষদিকে মার্কাস স্টয়নিশ ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
দিল্লির পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে এবং মুকেশ কুমার একটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন :
» শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হামজাদের, ওঠা হলো না প্রিমিয়ার লিগে
» দিল্লির শেষ ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং
জবাবে খেলতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। দলের পক্ষে ৫৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন সামির রিজভি। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ব্যাটার।
এদিন রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করে দিল্লি। ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে নামা লোকেশ রাহুল মার্কো জ্যানসেনের শিকার হয়ে ২১ বলে ৩৫ রান করে ফিরে যান। কিছুক্ষণ পরেই রাহুলের দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার ফাফ ডু প্লেসি। হরপ্রিত ব্রারকে উইকেট দেওয়ার আগে ১৫ বলে ২৩ রান করেন দিল্লির দলপতি।
এরপর করুণ নায়ার ও সেদিকুল্লাহ অতল মিলে বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে এই জুটিতে ২৮ রানের বেশি যোগ করতে পারেননি তারা। দলীয় ৯৩ রানে ৩ উইকেট হারানোর পর করুণ ও সামির রিজভির ব্যাটে ঘুরে দাঁড়ায় দিল্লি। এই জুটিতে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি।
দলীয় ১৫৫ রানের মাথায় করুণকে ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙেন ব্রার। ২৭ বলে ৪৪ রান দারুণ এক ইনিংস খেলে ফিরেন যান করুণ। এরপর সামির ও ট্রিস্টান স্টাবস মিলে ৫৩ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর :
পাঞ্জাব কিংস: ২০৬/৮ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস: ২০৮/৪ (১৯.৩ ওভার)
ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি
