
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে দারুণ ছন্দে আছেন লাহোর কালান্দার্সের লেগ স্পিনার রিশাদ হোসেন। এখন পর্যন্ত অন্তত ১০ উইকেট পাওয়া বোলারদের তালিকায় দুটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শীর্ষে আছেন এই লেগি। তার অসাধারণ পারফরম্যান্সে লাহোর কালান্দার্স পৌঁছে গেছে ফাইনালে।
ফাইনাল কবে কখন?
রোববার (২৫ মে) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এদিকে শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিশাদ হোসেনের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে দল ও সমর্থকরা। নিজেও আত্মবিশ্বাসী রিশাদ জানিয়েছেন, শিরোপা জয়ে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা।
আরও পড়ুন
»দেশের জার্সি গায়ে তোলার আগে হামজার সামনে আরেকটি বড় পরীক্ষা
» তার মানে আমি আরও ১০ বছর খেলতে পারি : ক্রিস্টিয়ানো রোনালদো
এবারের আসরে রিশাদ সবচেয়ে কম স্ট্রাইক রেটে উইকেট নেওয়া বোলার। তিনি প্রতি ১০ বলে একটি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া সবচেয়ে কম বোলিং গড়ে প্রতি উইকেটের জন্য খরচ করেছেন মাত্র ১৫.১৬ রান।
এখন পর্যন্ত ছয় ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। তার পারফরম্যান্স এখন লাহোর শিবিরের অন্যতম বড় ভরসা। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা তাকে বানিয়ে দিয়েছে দলের তুরুপের তাস।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/এসএ/এনজি
