
দেশ ও ক্লাব মিলিয়ে ২১ বছরের বর্ণাঢ্য ফুটবল জীবনে ৮০০-রও বেশি গোল করেছেন লিওনেল মেসি। এত সংখ্যক গোলের মধ্যে কোনটি তার ব্যক্তিগত প্রিয়? এতদিন এই প্রশ্নের জবাবে দ্বিধা প্রকাশ করলেও অবশেষে নিজের পছন্দের গোলটি বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানান, ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার হয়ে করা একটি হেডার গোলকেই তিনি নিজের সেরা গোল বলে মনে করেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
মেসি বলেন, আমি অনেক গুরুত্বপূর্ণ ও সুন্দর গোল করেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেডে করা গোলটাই আমার সেরা মনে হয়।
আরও পড়ুন
» লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না তাকে, যে বার্তা দিলেন সতীর্থরা
» বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরছে, অপেক্ষা করছে যে চমক
রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনাল। ম্যাচের প্রথমার্ধে স্যামুয়েল এতো’র গোলে বার্সেলোনা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে জাভির এক নিখুঁত ক্রস থেকে রিও ফার্দিন্যান্ডকে টপকে হেডে গোল করেন মেসি, যা নিশ্চিত করে বার্সেলোনার জয়।
View this post on Instagram
মেসির তুলনামূলক কম উচ্চতার কারণে ক্যারিয়ারে হেডে গোলের সংখ্যা কম। তাই এই গোলটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, ফার্দিন্যান্ড আমার সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে হেডে গোল করব ভাবতেই পারিনি। তবে আমি অরক্ষিত ছিলাম, বল মাঝামাঝি উড়ে এসেছিল, আমি ঠিক সময় হেড করে গোলটি করি।
সে বছর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জিতে ঘরে তোলে ত্রিমুকুট। গোলটির তাৎপর্য বোঝাতে গিয়ে মেসি আরও বলেন, সবদিক থেকেই ওটা খুব গুরুত্বপূর্ণ একটি গোল ছিল-আমার জন্য, ক্লাবের জন্যও। কারণ ম্যাচটা ধীরে ধীরে আমাদের দিকেই ঝুঁকছিল, আর সেই গোলেই জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/এসএ
