
জমজমাট এক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করল ক্রিকেটপ্রেমীরা। যেখানে গতকাল রাতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে পরাজিত করে তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা ঘরে তুলল লাহোর কালান্দার্স।
গতকাল রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে কোয়েটা। বড় রান তাড়া করতে নেমে এক বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে ছিলেন রিশাদ হোসেন। বাকি দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ ছিলেন না একাদশে।
শেষ দিকে কুসাল পেরেরা ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় লাহোর। যেখানে তারা মিলিয়েছে ২০ বলে ৫৭ রানের কঠিন চ্যালেঞ্জ। এতে পিএসএল ফাইনালে রান তাড়ার রেকর্ড গড়ে শিরোপা জিতেছে লাহোর।
আরও পড়ুন:
» সাকিবের রেকর্ড ভেঙে আইপিএলে নতুন মাইলফলক মুস্তাফিজের
» এমন রেকর্ড আর নিজের নামের পাশে চাইবেন না রশিদ খান!
ম্যাচ জয়ের নায়ক এদিন ছিলেন পেরেরা। যেখানে ৩১ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই লঙ্কান ক্রিকেটার। অপরদিকে ম্যাচের জয়সূচক রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। শেষ দিকে ৭ বলে ২২ রানের মহামূল্যবান ইনিংস খেলেছেন রাজা। তার ব্যাটে ভর করেই জয় নিশ্চিত করে লাহোর।
এদিন ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন রিশাদ হোসেন। যদিও ব্যাট হাতে মাঠে নামতে হয়নি তাকে। বোলিংয়ে তিনি ছিলেন কিছুটা খরুচে। চার ওভার বোলিং করে ৪২ রান বিলিয়ে তিনি শিকার করেছেন ১ উইকেট। যেখানে নিজের শেষ ওভারে মাত্র ৫ রান খরচ করেছিলেন রিশাদ।
এই জয়ে পিএসএলে তৃতীয়বারের মতো শিরোপা জিতল লাহোর কালান্দার্স। এর আগে কেবল ইসলামাবাদ ইউনাইটেডের ঘরে আছে এত বেশি চ্যাম্পিয়ন ট্রফি। এবার তাদের সমান শিরোপা ঘরে তুলল লাহোর। আর রিশাদ হোসেন বিপিএল ও বিগ ব্যাশ লিগের পর অংশ হয়েছেন পিএসএল জয়ের।
ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস
