
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটরে আজ রাতে মাঠে নামবে সাকিব-মিরাজদের লাহোর কালান্দার্স। আছে বাংলাদেশ ‘এ’ দল এবং ইমার্জিং দলের দুই ভিন্ন খেলা। দেখা যাবে আইপিএলের ম্যাচও।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা দেখবেন :
দ্বিতীয় বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’
সকাল দশটায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস
চার দিনের ম্যাচ
বাংলাদেশ ইমার্জিং বনাম দ. আফ্রিকা ইমার্জিং
সকাল নয়টায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ইউটিউব
ট্রেন্ট ব্রিজ টেস্ট-দ্বিতীয় দিন
ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে
বিকেল চারটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ৫
আইপিএল
বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ
রাত আটটায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস
পিএসএল: কোয়ালিফায়ার-২
ইসলামাবাদ বনাম লাহোর
রাত নয়টায় শুরু
সরাসরি দেখাবে নাগরিক টিভি
আরও পড়ুন:
» জয়ের পর নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে যা জানালেন সাকিব
» করাচিকে বিদায় করে ফাইনালের আরও কাছে সাকিব-রিশাদরা
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/এফএএস
