Connect with us
ক্রিকেট

করাচিকে বিদায় করে ফাইনালের আরও কাছে সাকিব-রিশাদরা

Lahore Qalandars edge closer to final after eliminating Karachi
করাচিকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর। ছবি- পিসিবি

করাচি কিংসকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগোল লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার (২২ মে) আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে করাচিকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শাহিন আফ্রিদির দল। এতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে করাচি। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর।

এদিন রানতাড়ায় নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ নাঈম। দলীয় ৪২ রানে হাসান আলির শিকার হয়ে ফিরে যান নাঈম। তার ব্যাট থেকে আসে ১২ বলে ১৪ রান। এরপর আবদুল্লাহ শফিককে নিয়ে আরো ৩৩ রান যোগ করেন ফখর জামান। দলীয় ৭৫ রানের মাথায় ফাওয়াদ আলির শিকার হয়েছে ফিরে যান দুর্দান্ত খেলতে থাকা এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন এই ব্যাটার।

আরও পড়ুন :

» দারুণ বোলিংয়ের পরও কেবল এক ওভার পেলেন সাকিব

» রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে লিড নিয়েও বিপদে বাংলাদেশ 

ফখর ফিরে যাওয়ার পর কুশাল পেরেরাকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন শফিক। এই জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাহোর। দলীয় ১৫৮ রানের মাথায় শফিককে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান আলি। ৩৫ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে যান শফিক।

শফিক ফিরে যাওয়ার পর শেষদিকে পেরেরা ও ভানুকা রাজাপাকসের জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। পেরেরা ২৪ বলে ৩০ এবং রাজাপাকসে ১২ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন। করাচির হয়ে হাসান আলি ২টি এবং ফাওয়াদ আলি ও মীর হামজা একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় করাচি কিংস। পাওয়ার-প্লেতে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে নেয় তারা। পাওয়ার-প্লের পরের ওভারেই আঘাত হানেন সাকিব। সপ্তম ওভারের শেষ বলে তার শিকার জেমস ভিন্স। বিপজ্জনক এই ব্যাটারকে ফিরিয়ে করাচির রান তোলার গতি কিছুটা কমিয়ে দেন সাকিব।

আরও পড়ুন :

» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন

» সৌম্যর চোটে কপাল খুলল মিরাজের 

এরপর ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকে করাচি। নিয়মিত বিরতিতেও উইকেটের দেখায় পায় লাহোরও। শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নারের ৭৫। খুশদিল শাহর ২৭, ইরফান খান নিয়াজির ১৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ১৯০ রানের পুঁজি পায় করাচি।

লাহোরের হয়ে হ্যারিস রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদি চার ওভারে ৪৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া সাকিব এক ওভারে ৪ চার দিয়ে একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

করাচি কিংস: ১৯০/৮ (২০ ওভার)
মুলতান সুলতানস: ১৯১/৪ (১৮.৪ ওভার)
ফলাফল: লাহোর কালান্দার্স ৬ উইকেটে জয়ী

এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে হেরেছে ইসলামাবাদ ইউনাইটেড। শুক্রবার (২৩ মে) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে লাহোর-ইসলামাবাদ। এই ম্যাচে যারা জয় পাবে তারা ফাইনালে উঠবে।

ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট