Connect with us
ফুটবল

ইয়ামালকে দেখে বদলেছেন কৌশল, কে এই আশা জাগানো মুরশেদ?

Murshed Ali

ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বিশেষভাবে নজর কেড়েছেন মুরশেদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় তাকে বাংলার ইয়ামাল বলে আখ্যায়িত করছেন অনেকে। তবে এবার নিজেই জানালেন লামিনে ইয়ামালকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে (৩)১-১(২) ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সেসময় মাঠে কান্নায় ভেঙে পড়েন মুরশেদ আলী। দেশে ফেরার পর এবার সাক্ষাৎকার দিয়েছেন এক গণমাধ্যমে। যেখানে তিনি কথা বলেছেন নিজের না বলা অনেক বিষয়েই।

সাক্ষাৎকার থেকে জানা যায় মুরশেদের বাড়ি পঞ্চগড় জেলায়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট দিয়ে তার ফুটবল যাত্রা শুরু। সেখানে ভালো করার পর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টেও অংশ নেন তিনি। এরপর বিকেএসপি থেকে যুক্ত হন বাফুফের এলিট একাডেমিতে। সেখান থেকেই ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলে।

Murshed Ali in Bangladesh team

সাফ অ-১৯ সেমিফাইনালে বাংলাদেশের জয়।

নিজের পছন্দের ফুটবলারের প্রশ্নের প্রথমেই তিনি বলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। তবে বর্তমান খেলোয়াড়দের মধ্যে স্প্যানিশ ফরওয়ার্ড লামিনে ইয়ামালকে ভালো লাগার কথা জানিয়েছেন মুরশেদ। এমনকি নিজের ফুটবল খেলার কৌশলেও তিনি পরিবর্তন এনেছেন সেই তারকা ফুটবলার কে দেখেই।

মুরশেদ নিজের কৌশল পরিবর্তনের বিষয়ে বলেন, ‘এখন লামিনে ইয়ামালকে ভালো লাগে। আগে আমি লেফট উইংয়ে খেলতাম। তবে ইয়ামালকে দেখে রাইট উইংয়ে খেলা শুরু করি। সে আমার মতো বাঁ পায়ে খেলে। রাইট উইংয়ে খেললে অনেক সুবিধা পাওয়া যায়। বল নিয়ে আমি যদি ভেতরে ঢুকে থাকি, বল কেড়ে নিতে হলে অনেক সংগ্রামের পাশাপাশি ফাউল করতে হয় তাদের।’

ফুটবল পায়ে মুরশেদের নানা কারিকুরি সকলেরই মনে ধরেছে। এমনকি তার খেলা নজর কেড়েছে ভারতের কোচেরও, ‘হ্যাঁ, ভারতের কোচ (বিবিয়ানো ফার্নান্দেজ) আমার প্রশংসা করেছেন। ব্যক্তিগতভাবে আমার খেলা তাঁর ভালো লেগেছে। আমাকে বলেছেন, এই খেলাটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে তুমি বাংলাদেশের বড় তারকা হবে।’


আরও পড়ুন:

» লজ্জাজনক পরাজয়ে বিব্রতকর দুই বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

» ইতিহাস গড়ে আবেগাপ্লুত, যা বললেন আমিরাত অধিনায়ক


 

নিজের ব্যক্তিগত লক্ষ্য জানিয়ে মুরশেদ বলেছেন সামনে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলবেন তিনি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরটিস এফসির হয়ে খেলছেন এই যুব ফুটবলার। চলতি মৌসুমে সেখানে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এখন পর্যন্ত। সামনে সুযোগ এলে নিজেকে মেলে ধরে জাতীয় দলে খেলার পথ সুগম করতে চান তিনি।

দেশের সাধারণ ফুটবলপ্রেমীরাও আশায় বুক বাধছেন মুরশেদ আলীকে নিয়ে। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন যথাযথ পরিচর্যা করা হলে দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন সম্ভাবনাময়ী এই যুব ফুটবলার। তবে নিজেকে ধরে রেখে সময়ের সাথে মুরশেদ এগিয়ে যেতে পারেন কিনা, এখন তাই দেখার।

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল