Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও মুম্বাইয়ের সংগ্রহ ১৮০

Mumbai's total is 180 despite Mustafizur's excellent bowling
২০২৫ আইপিএলে মুস্তাফিজের প্রথম শিকার রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

২০২৫ আইপিএলে প্রথম উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বুধবার (২১) মে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি উইকেট শিকার করেন কাটার মাস্টার। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও বড় পুঁজি পেয়েছে মুম্বাই।

ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাঁচা মরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেতে ১৮১ রান তুলতে হবে দিল্লিকে। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে দলটি।

এদিন ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরুর আভাস দেয় মুম্বাই। তবে ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার অফ কাটারে ব্যর্থ হয়ে উইকেটে পেছনে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান রোহিত শর্মা (৫)। এবারের আইপিএলের এটাই মুস্তাফিজের প্রথম উইকেট।

আরও পড়ুন :

» কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ

» বাংলাদেশ বনাম পাকিস্তান : একনজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি 

পাওয়ার-প্লেতে দ্বিতীয় আঘাত হানেন মুকেশ কুমার। ইনিংসের ষষ্ঠ ওভারে উইল জ্যাকসকে ফেরান এই পেসার। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২১ রান। এর পরেই ওভারেই আঘাত হানেন কুলদীপ যাদব। এই লেগস্পিনারের শিকার হয়ে ফিরে যান রায়ান রিকেলটন (২৫)।

এরপর কিছুটা ধীরগতিতে রান তুলে মুম্বাই। চতুর্থ উইকেটে ৪৯ বলে ৫৫ রান যোগ করেন সূর্যকুমার যাদব ও তিলাক ভর্মা। দলীয় ১১৩ রানের মাথায় তিলাককে (২৭) ফেরান মুকেশ। এরপর হার্দিক পান্ডিয়াও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। দুশমন্ত চামিরার শিকার হয়ে ৩ রান করে ফিরে যান মুম্বাই দলপতি।

তবে ১৮ ওভার পর্যন্ত ধীরগতিতে রান তুললেও শেষ দুই ওভারে মাচের দৃশ্যপট পালটে দেয় মুম্বাই। সূর্যকুমার ও নামান ধির মিলে শেষ দুই ওভারে ৪৮ রান তোলেন। তাদের ২১ বলে ৫৭ রানের জুটিতে ভর করে ১৮০ রানের পুঁজি পায় মুম্বাই।

দিল্লির হয়ে চার ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন মুকেশ। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন। এছাড়া কুলদীপ ও দুশমন্ত একটি করে উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট