
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের মাটিতে প্রথমবার খেলতে যাচ্ছেন হামজা চৌধুরি এবং অভিষেক হতে যাচ্ছে সামিত শোমের। ঢাকায় ৪০০ টাকায় দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
আজ বুধবার (২১ মে) বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনলাইন টিকিটিংয়ে প্রবেশ করছে বাফুফে। আগামী ২৪ মে থেকে অনলাইনে টিকিট কিনতে পারবে দর্শকেরা।
আজ সংবাদ সম্মেলনে এসে বাফুফের কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আগামী ২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন দর্শকেরা।’
আরও পড়ুন :
» বাংলাদেশ বনাম পাকিস্তান : একনজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
» সিরিজ নির্ধারনী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন শান্ত
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ৯ ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন দর্শকেরা। এর মধ্যে সাধারণ গ্যালারির দাম ধরা হয়েছে সর্বনিম্ন। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে হলে ৪০০ টাকা গুনতে হবে একজন দর্শককে।
তবে বাকি ৮ ক্যাটাগরির টিকিট কিনতে একজন দর্শককে সর্বনিম্ন ২ হাজার টাকা গুনতে হবে। এর মধ্যে ক্লাব হাইজ-১ এর টিকিটের দাম দুই হাজার ৫০০ টাকা ও ক্লাব হাউজ-২ এর দাম ধরা হয়েছে ২ হাজার টাকা।
ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ধরা হয়েছে ৪ হাজার টাকা। আর ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ধরা হয়েছে সমান দুই হাজার ৫০০ টাকা। এছাড়া হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা।
এর আগে গত মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে শেফিল্ডের হয়ে খেলা এই মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি
