
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও এশিয়া কাপ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের বোর্ড। তবে এবার টি-টোয়েন্টির সংখ্যাও কমে এসেছে।
আসন্ন পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টির পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বুধবার (২১ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে সিরিজের পরিবর্তিত সূচিও ঘোষণা করেছে পিসিবি।
নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ মে মাঠে গড়াবে এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ৩০ জুন অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন।
আরও পড়ুন :
» পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাবেন না নাহিদ
» প্লে-অফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কারা, আর খেলা কবে?
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৮ মে | প্রথম টি-টোয়েন্টি | লাহোর | রাত ৯ টা |
৩০ মে | দ্বিতীয় টি-টোয়েন্টি | লাহোর | রাত ৯ টা |
১ জুন | তৃতীয় টি-টোয়েন্টি | লাহোর | রাত ৯ টা |
এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ বুধবার (২১ মে) সিরিজে শেষ ম্যাচটি খেলবে দুই দল। এরপর ২৫ মে পাকিস্তানের মাটিতে পা রাখবে টাইগাররা। সেখানে ২৬ ও ২৭ মে দুইদিন অনুশীলন করবেন লিটনরা। ২৮ তারিখ শুরু হবে সফরকারীদের পাকিস্তান মিশন।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি
