Connect with us
ক্রিকেট

মুম্বাই ম্যাচের আগে দুশ্চিন্তায় দিল্লি, পরিত্যক্ত হলে সমীকরণ কী?

Mustafizur Rahman in Delhi Capitals
দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

‘ডু অর ডাই’ ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না দিল্লির কাছে। তবে সেই ম্যাচই পরিত্যক্ত হওয়ার শঙ্কা জেগেছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা মুম্বাই ও দিল্লির মধ্যকার এই ম্যাচ। তবে এরই মধ্যে গতকাল ভারতের আবহাওয়া অধিদপ্তর মুম্বাইয়ে হলুদ সতর্কতা জারি করেছে। চার দিনের জন্য এই সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চার স্তরের মধ্যে এটা দ্বিতীয় স্তর। আর স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই হওয়ায় ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে।

এর আগে গতকাল মঙ্গলবারও বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে মাঠের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। ঢেকে দেওয়া হয় মাঠ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

আরও পড়ুন:

» প্লে-অফের আশা বাঁচাতে আজ মাঠে নামছে মুস্তাফিজের দিল্লি

» চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান

এতে করে যদি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে না গড়ায়, তবে প্লে-অফে যাওয়ার সমীকরণ কী হবে? তখন মূলত একটাই সমীকরণ বাকি থাকবে দিল্লি ও মুম্বাইয়ের সামনে।

এখন পর্যন্ত গুজরাট, বেঙ্গালুরু এবং পাঞ্জাব নিশ্চিত করেছে প্লে-অফের খেলা। তাই শেষ পজিশনের জন্য লড়াই করছে মুম্বাই ও দিল্লি। উভয় দলের বাকি রয়েছে দুটি করে লিগ পর্বের ম্যাচ। যেখানে ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। আর ১৩ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে দিল্লি।

আজকের ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দলই নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। দিল্লিকে প্লে-অফ নিশ্চিত করতে হলে নিজেদের শেষ ম্যাচ জয়ের পাশাপাশি প্রত্যাশা করতে হবে মুম্বাইয়ের পরাজয়ের। কেননা মুম্বাই যদি পাঞ্জাবকে হারিয়ে দেয়, তবে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে চলে যাবে তারা। দিল্লি শেষ ম্যাচ জিতলেও টপকাতে পারবে না মুম্বাইয়ের পয়েন্ট।

ক্রিফোস্পোর্টস/২১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট