Connect with us
ক্রিকেট

ইমন-মুস্তাফিজের অভাবে হেরেছে বাংলাদেশ : ভারতীয় মিডিয়া

Bangladesh lost against UAE
আমিরাতের কাছে হারল বাংলাদেশ। ছবি- বিসিবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯১ রান সংগ্রহ করেও জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার দ্বিতীয় ম্যাচে এসে দুইশর অধিক রান করেও হারতে হলো টাইগারদের। আইসিসির সহযোগী দেশের কাছে এমন পরাজয়ে লজ্জার মুখে পড়তে হয়েছে লিটন দাসদের।

গতকাল সোমবার শারজাহতে আগে ব্যাট করতে নেমে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিশাল এই টার্গেট এক বল এবং ২ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিক আরব আমিরাত। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে এত বড় রান তাড়া করে এর আগে জেতেনি কোন সহযোগী দেশ।

এদিন বাংলাদেশের পরাজয়ের কারণ উল্লেখ করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ বলছে পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমানের এই ম্যাচে না খেলার কথা। কেননা আগের ম্যাচের দুই বড় পারফর্মার ছিলেন তারাই। ব্যাট হাতে ইমন যেমন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, মুস্তাফিজ নিজের বুদ্ধিদীপ্ত বলে শেষ দিকে রান আটকেছেন।

নিজেদের করা সেই প্রতিবেদনে গণমাধ্যমটি বলে, অতি সাহসী হয়ে আমিরাতকে হালকা ভাবে নিয়েছিল বাংলাদেশ দল। যার কারনে নিজেদের গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজকে আইপিএল খেলতে ছেড়ে দিয়েছে তারা। এমনকি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমনকে দলে না রাখাও টাইগারদের হারের কারণ বলে উল্লেখ করছে হিন্দুস্তান টাইমস বাংলা।

আরও পড়ুন:

» প্রকাশিত বাংলাদেশের স্কোয়াড, চট্টগ্রামে সিরিজ শুরু আজ

» আমিরাতের কাছে হারের কারণ জানিয়ে যা বললেন লিটন

তবে গতকাল চোট আক্রান্ত পারভেজ ইমনের অভাব খুব একটা অনুভব হতে দেননি বাকি ব্যাটাররা। তানজিদ হোসেন তামিম গতকাল করেছেন ফিফটি। আরো দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছিল টাইগাররা। তবে বাংলাদেশ ঢুকেছে নিজেদের বোলিং ইউনিটে। যেখানে মুস্তাফিজুর রহমানের অভাব নিঃসন্দেহে হাড়ে হাড়ে টের পেয়েছে তারা।

দ্বিতীয় ম্যাচে এসে প্রথম বারের মতো টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেছে পেসার নাহিদ রানার। তবে দিনটা রাঙাতে পারেননি তিনি। চার ওভার বোলিংয়ে দুই উইকেট শিকার করলেও খরচ করেছেন ৫০ রান। শেষ ওভারে বোলিংয়ে আসা তানজিম সাকিবও সুবিধা করতে পারেননি। এক উইকেট শিকার করে তিনি দিয়েছেন ৫৫ রান।

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ দিকে বাজে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হারতে হয়েছে টাইগারদের। যদিও দ্বিতীয় ম্যাচে পরাজয়ের জন্য কন্ডিশন এবং শিশিরকে দায়ী করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ব্যাটিংয়ে সুবিধা পেয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট