
সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতে দুদেশের ক্রিকেটাররাই নিজ নিজ দেশের হয়ে অবস্থান নিয়েছেন। যার মধ্যে প্রধান মুখ ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবার তাকে দেখা গেছে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে।
শুধু দেখাই নয়, বরং সেনাপ্রধানকে জড়িয়ে ধরে গালে চুমু খেতেও দেখা গেছে শহীদ আফ্রিদিকে—এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল। তবে এই ‘উল্লাস’-এর প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়।
কাশ্মিরের পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই আফ্রিদি প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। কখনও ভাষণ, আবার কখনও শিখর ধাওয়ানের সঙ্গে কথার লড়াই।
আরও পড়ুন
» এশিয়া কাপে সত্যিই খেলবে না ভারত? মুখ খুললেন বিসিসিআই সচিব
» বাংলাদেশ-আমিরাত সিরিজের মাঝপথে ম্যাচ সংখ্যা বাড়ল
এবার ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সাবেক পেসার শোয়েব আখতারও উপস্থিত ছিলেন। যদিও আফ্রিদির মতো এতো উচ্ছ্বাস দেখাননি তিনি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কেবল আলিঙ্গন করেন।
অন্যদিকে আফ্রিদির উচ্ছ্বাস ছিল নজরকাড়া—সেনাপ্রধানকে জড়িয়ে ধরেই ক্ষান্ত হননি, বরং গালে চুম্বনও করেন।
We got Shahid Afridi and Shoaib Akhtar kissing & hugging munir before GTA 6 pic.twitter.com/mS4qnEAmvU
— OsintTV 📺 (@OsintTV) May 17, 2025
রাজনীতিতে পা রাখার ইঙ্গিত?
আফ্রিদির সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা—তবে কি এবার রাজনীতির ময়দানে নামছেন তিনি? অনেক নেটিজেনই সাবধান করছেন প্রাক্তন এই অলরাউন্ডারকে। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, রাজনীতিতে পা রাখার পর কী পরিণতি হয়েছিল ইমরান খানের। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার হতে হয়েছিল ২০২৩ সালের মে মাসেই।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এসএ
