
বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ সংখ্যা বেড়েছে। একটি ম্যাচ বাড়িয়ে দুই ম্যাচের জায়গায় তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামী ২১ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ-আরব আমিরাত সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অংশ নয়। এটি মূলত যাত্রাবিরতির সিরিজ। বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর আরব আমিরাতে ট্রানজিট নিতে হতো বাংলাদেশকে। তাই আরব আমিরাতের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এরপর দুই বোর্ডের আলোচনার পর সিরিজ চূড়ান্ত হয়।
এবার নতুন করে সিরিজে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে। প্রথম টি-টোয়েন্টির পর আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) একটি বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে আরেকটি ম্যাচ খেলতে রাজি হয়েছে স্বাগতিকরা।
আরও পড়ুন:
» পিএসএলে খেলতে বিসিবি থেকে অনুমতি পেলেন মিরাজ
» প্লে-অফ নিশ্চিত করতে মুস্তাফিজের দিল্লির সামনে কঠিন সমীকরণ
জানা গেছে, খরচ কমাতেই একটি বাড়তি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শান্ত-লিটনরা পাকিস্তান সফরের অনুমতি পেলেও দুই বোর্ড এখনো সিরিজের সূচি চূড়ান্ত করতে পারেনি। তাই বাংলাদেশ ঠিক কত তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আর এই অনিশ্চয়তার কারণে বাংলাদেশের যাত্রাবিরতিও বাড়ছে।
যাত্রাবিরতি বাড়ার কারণে বাংলাদেশের খরচও বাড়বে। তবে সিরিজের ম্যাচ বাড়ার কারণে সফরকারীদের খরচ বহন করবে স্বাগতিক বোর্ড। আর এ কারণেই এক ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে আগামীকাল পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ। তবে পিএসএলের কারণে দুই দিন পিছিয়ে ২৫ তারিখের পরিবর্তে ২৭ তারিখ সিরিজটি মাঠে গড়ানোর কথা রয়েছে। নতুন করে বিসিবিকে সূচিও পাঠিয়েছে পিসিবি। তবে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি
