
আজ পাকিস্তান সুপার লিগ (পিএসএলে) খেলার জন্য ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। জানা যায় এই টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি থেকে ছাড়পত্র চেয়ে আবেদন জানান এই টাইগার অলরাউন্ডার। এবার ক্রিকেট বোর্ড থেকে তাকে এনওসি দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ২২ মে থেকে টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ ২৫ মে পর্যন্ত পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন তিনি। এই দলে বর্তমানে খেলছেন আরেক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন জিম্বাবুয়ান তারকা সিকান্দার রাজা। তবে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন তিনি। আর এতেই দলে তৈরি হবে একটি শূন্যস্থান। এই জায়গা পূরণ করতেই মূলত মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর।
আরও পড়ুন:
» প্লে-অফ নিশ্চিত করতে মুস্তাফিজের দিল্লির সামনে কঠিন সমীকরণ
» রোনালদো পুত্রের জোড়া গোলে শিরোপা জিতল পর্তুগাল
বর্তমানে বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। তবে এই সফরের অংশ না হওয়ায় পাকিস্তানের এই টুর্নামেন্টে খেলতে বিসিবি থেকে তেমন কোন বাধা পাননি মেহেদী মিরাজ। এতে চলতি মৌসুমে নাহিদ রানা, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসানের পর আরও এক টাইগার ক্রিকেটার দেখা যাবে পিএসএলে।
গতকাল রাতেই পেশোয়ার জালমিকে পরাজিত করে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। আগামী ২২ মে প্রথম এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর। তবে সেখানে প্রতিপক্ষ হিসেবে করাচি নাকি ইসলামাবাদকে পাবে, তা জানা যাবে লিগ পর্বের শেষ ম্যাচ থেকে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এফএএস
