
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের শিরোপা নির্ধারনী লড়াই আজ। বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশের, শিরোপা ধরে রাখার আশা বর্তমান চ্যাম্পিয়ন ভারতের।
‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে’। যুব সাফে বিজয়ের শিরোপা থেকে মাত্র এক ধাপ দুরে লাল সবুজের বাংলাদেশ। সোনালী ট্রফিটা নিজেদের করে নিতে অরুনাচলে অরুনোদয়ের প্রত্যয় ফয়সাল, মুর্শেদদের।
ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে ইউটিউবে। Sportzworkz নামের চ্যানেলে আপনিও দেখতে পারেন সরাসরি। এরই মধ্যে ০-১ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।
আরও পড়ুন:
» আইপিএল-পিসিএলে রাতে সাকিব-মুস্তাফিজ মাঠে নামবেন?
» ভারত বাধা পেরিয়ে আজ শিরোপা জিততে চায় বাংলাদেশ
ঘরের মাঠে ট্রফি রেখে দিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বে মালদ্বীপের সাথে ড্র করে বাংলাদেশ। হারায় ভুটানকে। সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচটা হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিন ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স যাচাই করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
তিন ম্যাচেই গোল পেয়েছেন অধিনায়ক ফয়সাল; স্কোরিংয়ে সুমন, মুর্শেদরাও দেখিয়েছেন নৈপূণ্য। ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালি ভারতকে পরাস্ত করতে টিম স্পিরিটটা গুরুত্বপুর্ণ কোচের কাছে।
আগের ম্যাচগুলোর ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালে প্রতিপক্ষকে কোন সুযোগ না দিতে সতর্ক ফয়সাল, মুর্শেদরা। ঘরের মাঠের সুবিধা থাকলেও বাংলাদেশকে সমীহ করেই ম্যাচের পরিকল্পনা সাজিয়েছে ভারত।
গত বছর নেপালে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়া অঞ্চলের যুব পর্যায়ে যা ছিলো প্রথম সাফল্য। এবার অনুর্ধ্ব-১৯ সাফে প্রথম শিরোপার হাতছানি ফয়সালদের সামনে।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এজে
