
পিএসএল ও আইপিএলে আজ মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশী দুই ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। রাত নয়টায় পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ ‘পিএসএল’ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’। দুই দেশের অস্ত্রবিরতিতে প্রায় এক সপ্তাহ পর একই দিনে আবারো মাঠে গড়িয়েছে জনপ্রিয় দুই ফ্রাঞ্চাইজি ক্রিকেট।
রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমিকে ২৩ রানে হারিয়ে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে করাচি কিংস। তবে বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে দর্শকরা বঞ্চিত হন আইপিএলে আরসিবি ও কেকেআরের লড়াই দেখতে। পরিত্যক্ত হয় ম্যাচটি।
আরও পড়ুন:
» সেঞ্চুরির পর তামিমের কথা মনে পড়ে ইমনের, বললেন ‘আলহামদুলিল্লাহ’
» ইংল্যান্ডে ঝড় তুললেন সাব্বির, খেলেছেন দেড়শ রানের দুর্দান্ত ইনিংস
পিএসএলে লাহোর কালান্দার্স দলে নিয়েছে সাকিব আল হাসানকে। গ্রুপ পর্বে লাহোরের হাতে আছে মাত্র একটি ম্যাচ। পেশোয়ার জালমির বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য কোয়ার্টার ফাইনাল। জিতলে মিলবে প্লে-অফের টিকিট। আর হারলে বিদায়।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ। গ্রুপ পর্বের শেষ ধাপে থাকা দিল্লির হাতে আছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন পেসার মুস্তাফিজ।
শারজায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি খেলেই ভারতে দিল্লির স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে দেখা যেতে পারে দ্যা ফিজকে।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এজে
