
গেল অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে। যেখানে গতকাল অক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই টাইগার ক্রিকেটার। দেড়শ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বড় ব্যবধানে।
গতকাল শনিবার (১৭ মে) আমেরশাম ক্রিকেট ক্লাবকে ১৩১ রানে পরাজিত করেছে সাব্বিরের দল অক্সব্রিজ। এদিন মাত্র ৯৬ বলে ১৫২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। যেখানে তিনি হাকিয়েছেন ৯ ছক্কা ও ১২ চার। এতে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ পায় তার দল।
এমন দুর্দান্ত পারফরমেন্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেইজে শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’
আরও পড়ুন:
» ভারত বাধা পেরিয়ে আজ শিরোপা জিততে চায় বাংলাদেশ
» ছক্কা মেরে ৩ বার বল হারালেন ইমন, সেঞ্চুরি হাকিয়ে যা বললেন
এর আগে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে সাব্বির বলেছিলেন, ‘একটা ট্যুর আছে বাইরে। ইংল্যান্ডে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোনো ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি সেখানে প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন কাটবে।’
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এফএএস
