
ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে এক সপ্তাহ স্থগিত থাকার পর আজ আবার মাঠে গড়াচ্ছে আইপিএল এবং পিএসএল টি-টোয়েন্টি। ব্যাঙ্গালুতে রাত আটটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স, রাওয়ালপিন্ডিতে রাত নয়টায় করাচি কিংস ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে।
ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘আইপিএল’ টি-টোয়েন্টিতে গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরুর পর পাকিস্তানের মিসাইল আক্রমণে তা বন্ধ হয়ে যায়।
নিরাপত্তার কারণে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে ব্ল্যাকআউট করা হয়। তাতে শুধু ম্যাচটিই বাতিল হয়নি, আইপিএলও এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
» বছরের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের, কারা খেলবেন একাদশে?
» সাকিব পিএসএলে-মুস্তাফিজ আইপিএলে, ম্যাচগুলো কবে কখন?
এরপর ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হলে আসরের বাকি ১৬টি ম্যাচ নতুন সূচীতে আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। ভেন্যুতেও পরিবর্তন আনা হয়। পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা থেকে দূরের ছয়টি শহর ব্যাঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদে হবে ম্যাচগুলো।
ফাইনাল মাঠে গড়াবে ৩ জুন। ফাইনাল ও তিন প্লে-অফ ম্যাচের ভেন্যু পরে জানানো হবে। ১০ দলের টেবিলে ব্যাঙ্গালুরু ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে, কলকাতা ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে। পাকিস্তানে ছয় দলের পিএসএল’ টি-টোয়েন্টি লিগে বাকি রয়েছে আটটি ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/এজে
