Connect with us
ক্রিকেট

বিরাট কোহলিকে শ্রদ্ধা জানাতে সমর্থকদের অভিনব পরিকল্পনা!

virat kohli
এখন থেকে কেবল ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে তাকে। ছবি- সংগৃহীত

তিন দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়ে দেন, তিনি আর টেস্টে খেলবেন না—এখন থেকে কেবল ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে তাকে।

২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন কোহলি। এরপর দীর্ঘ ১৪ বছরে তিনি ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন, করেছেন ৯২৩০ রান। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩০টি সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেট নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোহলি লিখেছেন, সাদা জার্সিতে খেলার মধ্যে থাকে এক অন্য রকম ব্যক্তিগত আবেগ। বছরের পর বছর ধরে নীরব পরিশ্রম, লড়াই, ছোট ছোট মুহূর্ত—যেগুলো বাইরে থেকে চোখে পড়ে না, অথচ সেগুলোই আজীবন হৃদয়ে গেঁথে থাকে।


আরও পড়ুন

» বিরাট কোহলিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রী আনুশকার

» প্রোটিয়াদের বিপক্ষে আকবরদের টেস্ট সিরিজ, এক নজরে সময়সূচি


বিরাট কোহলির টেস্ট অবসরে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। নিজের এক কলামে তিনি লেখেন, খুব কম ক্রিকেটারের বিদায় আমাকে এতটা নাড়া দিয়েছে। কল্পনা করতেই কষ্ট হচ্ছে যে, আর কখনও ইংল্যান্ডে সাদা জার্সিতে বিরাটকে মাঠে দেখা যাবে না। টেস্ট ক্রিকেটে ওর অবদান নিঃসন্দেহে অনন্য। একসময় মনে হয়েছিল, বিরাটের অধিনায়কত্বে ভারত হয়তো টেস্ট ক্রিকেট থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু উল্টো, ওর তীব্র আবেগ, আগ্রাসী মনোভাব এবং অকুণ্ঠ ভালোবাসা টেস্ট ক্রিকেটকে নতুন করে প্রাণ জুগিয়েছে।

সমর্থকদের অভিনব পরিকল্পনা!

এদিকে বিরাট কোহলির টেস্ট অবসরের প্রেক্ষিতে তাকে সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভক্তরা। আগামী শনিবার (১৭ মে) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচে সাদা জার্সি পরে মাঠে হাজির হবেন তারা।

সমর্থকদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, টেস্ট ক্রিকেটে ১৪ বছরের অসাধারণ যাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে সাদা জার্সিতে স্টেডিয়ামে আসুন।ৃ

ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট