Connect with us
ক্রিকেট

শতক হাঁকালেন আকবর, তবুও অপেক্ষা বাড়ল বাংলাদেশের

south africa player and akbar ali
অধিনায়কের ব্যাট আজ হেসেছে। তবে তীরে এসে তরী ডুবায় সিরিজ স্বপ্নের অপেক্ষা বেড়েছে। ছবি- সংগৃহীত

উত্তরের জনপদ—রাজশাহীতে চলছে প্রোটিয়া-টাইগার ইমার্জিং দলের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বুধবার ছিল সিরিজ জেতার সুযোগ। তবে অল্পের জন্য সেই সুযোগটি হাতছাড়া হয়েছে আকবর বাহিনীর।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের ব্যাট আজ হেসেছে। দুর্দান্ত শতক তার সঙ্গী হলেও দল হেরে গেছে ১০ রানে। তীরে এসে তরী ডুবায় সিরিজ স্বপ্নের অপেক্ষা বেড়েছে। এতে ১-১ এ সমতা নিয়ে শেষ ম্যাচের দিকে তাকিয়ে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর—
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং : ৩৩২/৭ (৫০)
বাংলাদেশ ইমার্জিং : ৩২২/১০ (৪৯.৪)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ১০ রানে জয়ী


আরও পড়ুন

» আইপিএল ২০২৫ : ইতিহাস গড়ে মুস্তাফিজকে ডাকল দিল্লি!

» ব্যাটে-বলে উজ্জ্বল মিরাজকে দারুণ খবর দিলো আইসিসি


এদিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানে থামে প্রোটিয়াদের রানের চাকা। জবাব দিতে গিয়ে ৪৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৩২২ রান করে টাইগাররা। এতে ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন আকবর-জিশানরা।

দক্ষিণ আফ্রিকার রান পাহাড় টপকাতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচের সর্বোচ্চ রান করা মাহফিজুল ইসলাম রবিন এদিন ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। তবে অন্য প্রান্তে থাকা জিশান আলম ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করে দলের হাল ধরেন।

South Africa Emerging Players tour of Bangladesh

আকবর আজও দলের ত্রাতা হয়ে আসেন। ছবি- সংগৃহীত

তবে তিন নম্বরে নেমে হতাশ হয়েছেন রায়ান রাফসান। স্কোর শিটে এক অঙ্ক পার করতে পারেননি তিনি। পরে স্কোরলাইন বড় করতে নেমে উল্টো ডট বল খেলে চাপ বাড়িয়ে দেন আরেক ব্যাটার আরিফুল ইসলাম। ৫৯ বলে ৩৫ রান করেন তিনি।

দলীয় শতকের কোটা পার হওয়ার আগে ৩ উইকেট হারানো দলটিকে পথে ফেরান কাপ্তান আকবর আলি। উইকেটে এসে প্রোটিয়াদের ২০২০ সালের গল্প মনে করিয়ে দেন তিনি। সেবার তার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে বাংলাদেশ।

সেই আকবর আজও দলের ত্রাতা হয়ে আসেন-১১০ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আকবর ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের হাল। শেষ গল্পটা হয়—১০ রানের আক্ষেপ।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পান প্রতিপক্ষ ওপেনাররা। দ্বিতীয় উইকেটের জুটি ১৩৭ রান করে দলের শক্ত ভীত গড়ে দেয়। কনোরের ৯১ আর ফরেস্টের অপরাজিত ৯৬ রানের তাণ্ডবে ৫০ ওভার শেষে আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফ মৃধা, রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বি।

আগামী ১৬ মে সকাল ৯টায় শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে রাজশাহীর মাটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে আতিথ্য দেবে আকবররা।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট