Connect with us
ফুটবল

লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা, ট্রফি পেতে করতে হবে অপেক্ষা

Barcelona secure La Liga trophy
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছবি- সংগৃহীত

আরও একবার লা লিগা চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। কাতালুনিয়ায় এস্পানিওলকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো ইয়ামালরা। এতে ২৮তম লা লিগা শিরোপা বাগিয়ে নিল কাতালনরা। তবে আনুষ্ঠানিক ভাবে ট্রফি উঁচিয়ে ধরতে তাদের করতে হবে অপেক্ষা।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

এই ম্যাচে মাঠে নামার আগেই জানা গিয়েছিল, জিতলেই লিগ শিরোপা নিজেদের করে নেবে বার্সেলোনা। এমন সমীকরণ সামনে রেখে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে তারা।

২৮তম লিগ শিরোপা নিষ্পত্তি হলেও ট্রফি তুলে দেয়া হয়নি বার্সার হাতে। ঘরের মাঠে পরবর্তী ম্যাচে লিগ ট্রফি বার্সার হাতে তুলে দেবে লা লিগা কর্তৃপক্ষ। ফলে নিজ মাঠে সমর্থকদের সাথে শিরোপা উদযাপন করবে বার্সেলোনা।

আরও পড়ুন:

» ছয় মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

» সাকিব-মুস্তাফিজ অনুমতি পেলেন, রিশাদ-নাহিদদের কি হবে?

এদিন ম্যাচের শুরুতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বার্সেলোনাকে। আর ঘরের মাঠে তাদের চাপে রাখার চেষ্টা করে এস্পানিওল। তবে ফিনিশিং দুর্বলতায় ব্যর্থ হয় তাদের একাধিক আক্রমণ। এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।

লামিনে ইয়ামালের নৈপুণ্যে দমে থাকেনি তারা। তাকে থামাতে সকল চেষ্টা চালায় এস্পানিওল রক্ষণ। ম্যাচের ৫৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন শটে আদায় করে নেন গোল। এরপর যোগ করা সময়ে সতীর্থকে দিয়ে গোল করিয়ে নিশ্চিত করেন জয়।

উল্লেখ্য, লা লিগায় এখনও নিজেদের দুই ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতল কাতালানরা। যেখানে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের ৭৮ পয়েন্ট। এর আগে সবশেষ এল ক্লাসিকোতে রিয়ালকে পরাজিত করে শিরোপার দিকে পা বাড়িয়ে রেখেছিল বার্সা।

ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল