Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ কে এই শন টেইট?

Shaun Tait appointed as Bangladesh new pace bowling coach
বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ শন টেইট। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। গেল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষ দিকে দায়িত্ব নেবেন নাহিদ রানা-তাসকিন আহমেদদের। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত ছিলেন টেইট। অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বাংলাদেশ দলে আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অজি তারকা।

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ফরমেটে এখন পর্যন্ত ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেইট। যেখানে তিনি শিকার করেছেন প্রতিপক্ষের ৯৫ উইকেট। ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অবসরের পর যুক্ত হয়েছেন কোচিং ক্যারিয়ারে।

আরও পড়ুন:

» প্রিমিয়ার লিগে জায়গা পেতে আর এক ধাপ দূরে হামজার দল

» পর্তুগাল যুব দলে ছেলের অভিষেকে গর্বিত রোনালদো

যেখানে তিনি এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটের মতো লিগে নানা দলে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।

সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংস দলের হেড কোচ হিসেবে কাজ করছেন টেইট। ফলে শরিফুল ইসলাম, খালেদ আহমেদদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন টেইট। যেখানে তার দল হয়েছিল টুর্নামেন্টের রানার্সআপ।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট