
চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দু’দিন আগেই। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সেমির টিকিট কেটেছিল যুবারা। তবে অনিশ্চয়তা ছিল শীর্ষস্থানের জায়গা নিয়ে। অবশেষে গ্রুপ-এ তে টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
বাংলাদেশকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল মালদ্বীপের সামনে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেতে হতো মালদ্বীপকে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। এর ফলে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে বাংলাদেশের।
সাফে গ্রুপ-এ তে এক জয় ও এক ড্রতে বাংলাদেশের পয়েন্ট ৪। অন্যদিকে মালদ্বীপ ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে। তিনে থাকা ভুটান এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
আরও পড়ুন:
» প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে যা করতে হবে হামজাদের
» পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, নতুন সময় কবে?
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে যুবারা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এদিকে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। গ্রুপ-বি এর রানার্সআপ দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশের যুবারা।
ইতোমধ্যে গ্রুপ-বি থেকে সমান একটি করে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও নেপাল। শীর্ষস্থান নিশ্চিতের লড়াইয়ে শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি
