
পর্তুগাল ফুটবলে নিঃসন্দেহে সর্বকালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিন দেশের জার্সিতে মাতিয়ে চলেছেন ফুটবল বিশ্ব। বর্তমানেও নিজ মহিমায় এই কিংবদন্তি ফুটবলার চালিয়ে যাচ্ছেন খেলা। এবার পর্তুগাল যুব দলের জার্সিতে অভিষেক হয়ে গেল রোনালদো পুত্রের।
ছোট থেকে বাবার যোগ্য উত্তরসূরী হয়ে ওঠার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করে চলেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ফিটনেসের দিক থেকে বাবাকে করছেন অনুসরণের চেষ্টা। ফুটবল মাঠেও নানান সময় আলোচনায় আসেন পারফরম্যান্স দিয়ে। আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছিলেন তিনি।
গতকাল প্রথমবারের মতো দেশের জার্সি পরে মাঠে নামার সুযোগ পান রোনালদো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে খেলতে নামলেন এই তারকা পুত্র। যেখানে প্রথম ম্যাচে জাপানকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল।
আরও পড়ুন:
» সাফের সেমিতে প্রতিপক্ষ হিসেবে যে দলকে পেল বাংলাদেশ
» কোহলির সম্মানে বেঙ্গালুরুর সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ
অবশ্য এদিন ম্যাচের শুরু একাদশে জায়গা পাননি তিনি। দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামার সুযোগ হয় তার। তার এই খেলা মাঠে বসে উপভোগ করেছেন তার দাদি দোলোরেস আভেইরো। নিয়মিত ছেলের খেলা দেখতে মাঠে গেলেও এখন থেকে দেশের জার্সিতে নাতির খেলা দেখতেও হাজির হবেন তিনি।
ছেলের অভিষেকে আনন্দ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গর্বিত হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন এই তারকা লিখেছেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন বাবা। তোমাকে নিয়ে খুবই গর্বিত।’ বাবা রোনালদো এখনো ফুটবলটা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৩ সালে থেকে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত দেশের জার্সিতে ২১৯ বার মাঠে নেমেছেন তিনি। যেখানে সর্বোচ্চ ১৩৬ গোল রয়েছে তার নামের পাশে। যা আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোল করার রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এমন সমৃদ্ধ ক্যারিয়ার হোক ছেলের, তেমনটাই আশা এই পর্তুগিজ তারকার।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এফএএস
