
পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে কে হবেন পরবর্তী কোচ, তা নিয়ে গেল কিছুদিন যাবত চলছিল নানা আলোচনা। এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নতুন কোচের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার মাইক হেসনকে নিজেদের সাদা বলের উভয় ফরমেটে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল পাকিস্তান। আজ বুধবার দুপুরে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে নতুন কোচের নাম প্রকাশ করেছে পিসিবি।
আগামী ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হবেন এই সাবেক কিউই ক্রিকেটার। এর আগে নিউজিল্যান্ড এবং কেনিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পিসিবির সেই বিবৃতি অনুযায়ী বোর্ড সভাপতি মহসিন নকভি জানান, ‘সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার এবং খ্যাতনামা কোচ মাইক হেসনকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আমি বেশ আনন্দিত।’
আরও পড়ুন:
» পিএসএলের নতুন সময় ঘোষণা, পেছাচ্ছে বাংলাদেশ সিরিজ!
» দ্বিগুণ বেতন পাবেন আনচেলত্তি, বিশ্বকাপ জেতাতে পারলেই বড় বোনাস
বিবৃতিতে আরও বলা হয়, ‘মাইক আন্তর্জাতিক অঙ্গনে বেশ অভিজ্ঞ এবং প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে পরীক্ষিত। তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা পাকিস্তান সাদা বলের ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হওয়ার কথা আগামী ২৫ মে। তবে একই দিন পিএসএলের ফাইনাল ঘোষণা করায় বাংলাদেশ সিরিজ কিছুটা পিছেয়ে যেতে পারে।
সবকিছু ঠিক থাকলে আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে মাইক হেসনের পাকিস্তান দলের নতুন অ্যাসাইনমেন্ট।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস
