Connect with us
ফুটবল

দ্বিগুণ বেতন পাবেন আনচেলত্তি, বিশ্বকাপ জেতাতে পারলেই বড় বোনাস

Carlo Ancelotti
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

এর আগে একাধিকবার কার্লো আনচেলত্তিকে নিজেদের দলে পাওয়ার চেষ্টা চালিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে প্রতিবার ব্যর্থ হওয়ার পর এবার অবশেষে এই কিংবদন্তি কোচকে নিজেদের ডাগআউটে দেখতে যাচ্ছে ব্রাজিল দল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে যোগ দেবেন রিয়ালকে বিদায় জানিয়ে আসা এই কোচ।

জানা গেছে ব্রাজিলের পূর্নমেয়াদী কোচ হিসেবে কাজ করবেন তিনি, যা অনেকটাই বিরল ঘটনা। কেননা ব্রাজিল সব সময় নিজেদের দেশি কোচদের অধীনে খেলতে তত করে। দলটির সর্বশেষ কোচ দরিভাল জুনিয়র নিজেও দেশটির সাবেক ফুটবলার। নিজেদের ইতিহাসে যত বিশ্বকাপ জিতেছে ব্রাজিল তার সবকটি এসেছে দেশি কোচদের অধীনে।

তবে এবার এই বিদেশি কোচের ওপরেই ভরসা রাখছে দল। তবে ব্রাজিলের কোচ হিসেবে কী পরিমান বেতন পাবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। তবে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী বিশাল অংকের চুক্তি হতে যাচ্ছে আনচেলত্তির সঙ্গে। ইএসপিএন বলছে আগের দুই কোচ তিতে এবং দোরিভাল জুনিয়রের তুলনায় দ্বিগুণেরও বেশি বেতন পেতে যাচ্ছেন আনচেলত্তি।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল আমিরাত যাচ্ছে বাংলাদেশ

» সাদিও মানের ‘সুপার হ্যাটট্রিকে’ নাসরের ৯ গোলের বড় জয়

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত জানা গেছে, মাসিক প্রায় ৮৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন কার্লো আনচেলত্তি। যা বছরে দাঁড়ায় ১০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি ২০ লাখ ৪০ হাজার ৮৫০ টাকা। মাসিক বেতন প্রায় ১০ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

ব্রাজিল আগেই জানিয়েছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে তারা। জানা গেছে আসন্ন এই বিশ্বকাপে দলকে জেতাতে পারলে বোনাস হিসেবে আনচেলত্তি পাবেন আরো পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। সকলেই আশা করছেন রিয়াল মাদ্রিদের হয়ে সাম্প্রতিক সময় তার ভালো না গেলেও ব্রাজিলে এসে ঘুরে দাঁড়াবেন এই কিংবদন্তি কোচ।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল