
চলতি মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের ব্যস্ততা। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। সেই উদ্দেশ্যে আগামীকাল বুধবার আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে লিটন কুমার দাসের দল।
পূর্বসূচি অনুযায়ী আগামী ১৭ এবং ১৯ মে সংক্ষিপ্ত ফরমেটের দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুই বছরে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে টাইগার ক্রিকেটাররা। এখান থেকেই সরাসরি পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার দীর্ঘমেয়াদী নেতৃত্ব ক্ষমতা পেয়েছেন লিটন দাস। যেখানে তার প্রথম অ্যাসাইনমেন্ট এই সংযুক্ত আরব আমিরা সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
» সাদিও মানের ‘সুপার হ্যাটট্রিকে’ নাসরের ৯ গোলের বড় জয়
» আবারও শুরু হচ্ছে আইপিএল, বাকি অংশের সূচি প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখান থেকেই ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন ও ৩ জুন ধারাবাহিকভাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। প্রায় তিন সপ্তাহের সফরের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়বে টাইগাররা।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস
