
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি গতকাল রাতে যেন একদমই টের পায়নি আল নাসর। বরং গোটা ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ৯-০ গোলের বিশাল জয় ছিনিয়ে নিয়েছে নাসরের ফুটবলাররা। যার মধ্যে প্রথমবারের মতো ‘সুপার হ্যাটট্রিক’ করে কীর্তি গড়লেন সাদিও মানে।
গতকাল ১২ মে নাজরান শহরের প্রিন্স হাতলুল বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আল ওখদুদের বিপক্ষে সৌদি প্রো-লিগের ৩১তম ম্যাচ খেলতে মাঠে নামে আল নাসর। এদিন একাই প্রতিপক্ষের জালে চার গোল জড়িয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে। এছাড়া দুরান করেছেন দুই গোল, আর একটি করে করেছেন ইয়াহিয়া, মারান ও ব্রোজভিক।
এদিন ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় নাসর। সেখান থেকে নিজের প্রথম গোল করেন সাদিও মানে। এর আগে ইতোমধ্যে ৩-০ গোলের লিড নিয়ে নিয়েছিল তার দল। বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
আরও পড়ুন:
» আবারও শুরু হচ্ছে আইপিএল, বাকি অংশের সূচি প্রকাশ
» রিয়ালে বিদায় ঘণ্টা বেজেছে আনচেলত্তির, বার্সায় ফ্লিকের নতুন চুক্তি
দ্বিতীয়ার্ধে ফের দেখা যায় মানের ম্যাজিক। ম্যাচের ৫৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া জড়ালো দূরপাল্লার শর্ট ডিফ্লেকশন হয়ে জড়ায় প্রতিপক্ষের জালে। এর পাঁচ মিনিট বাদেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। বক্সের ভেতর সতীর্থের বাড়ানো বল দারুন ফিনিশিংয়ে জালে জড়ান মানে।
ম্যাচের ৭৪তম মিনিটে চতুর্থ গোল করে সুপার হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন এই সেনেগালিজ ফুটবলার। মাঠের বাম প্রান্তে গোল লাইনের কাছ থেকে বক্সের মধ্যে বল বাড়ান তার সতীর্থ ফুটবলার। বক্সের ভেতর বল পেয়ে প্রথম টাচেই নিখুঁত ফিনিশিং দেন তিনি। এতে করে আল নাসরের চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে চার গোলের কীর্তি গড়েছেন মানে।
চলমান সৌদি প্রো লিগের এবারের মৌসুম সমাপ্তির পথে। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে নাসর। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আল হিলাল। আর ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে আল ইত্তিহাদ। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস
