
রিয়াল মাদ্রিদে সময়টা বেশ ভালোই কাটছিলো কার্লো আনচেলত্তির। গত মৌসুমের রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো গুরুত্বপূর্ণ শিরোপা জিতিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে নতুন মৌসুমে তার জন্য যে ভালো কিছু অপেক্ষা করছে না সেটা হয়ত তিনি নিজেও ভাবেননি।
রিয়াল মাদ্রিদের ঠিক বিপরীত চিত্র বিরাজ করছিলো বার্সেলোনায়। শিরোপাহীন এক মৌসুমের পর কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বীরা। এই কঠিন সময়ে বার্সেলোনার দায়িত্বে এসেছিলেন হ্যান্সি ফ্লিক। জার্মান এই কোচের হাত ধরে নতুন স্বপ্ন বুনছিল কাতালান ক্লাবটি। আর তার হাত ধরেই এক নতুন অধ্যায় শুরু করেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ক্লাবটি।
গত মৌসুম শেষে রিয়াল ও বার্সায় যে চিত্র ছিল এবার এই দুই ক্লাবে অনেকটা বিপরীত চিত্র বিরাজ করছে। শিরোপাহীন মৌসুম কাটানো বার্সা এবার শিরোপা জিতেছে দুইটি। এছাড়া লা লিগার শিরোপা জয়ে তারাই বেশ এগিয়ে আছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেও বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। তবে এবারের মৌসুমে বার্সা যেভাবে পারফর্ম করেছে সেটা নিঃসন্দেহে গত কয়েক মৌসুমের চেয়ে ভালো ছিল।
আরও পড়ুন:
» ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলারদের গোল উৎসব
» ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি
অন্যদিকে রিয়াল চলতি মৌসুমে এখনো কোনো শিরোপার ছোঁয়া পায়নি। দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা খোয়াতে হয়েছে সেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। তাছাড়া লা লিগায়ও বার্সার পেছনে দুইয়ে থেকেই মৌসুমে শেষ হতে পারে লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে নিজেদের পছন্দের চ্যাম্পিয়ন্স লিগে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত হয়েছে। সবমিলিয়ে শিরোপা ছাড়াই মৌসুম শেষ হতে পারে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
রিয়াল শুধু শিরোপা হারিয়েছে এমনটাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্লাবটির দায়িত্ব নেওয়া কোচকেও হারাচ্ছে তারা। চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে আনচেলত্তিকে বরখাস্তের বিষয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল। তবে গুঞ্জন সত্যি না হলেও আনচেলত্তির বিদায় ঘণ্টা বেজেছে ঠিকই। চলতি মৌসুম শেষেই রিয়াল অধ্যায় শেষ হচ্ছে এই ইতালিয়ান কোচের। তার নতুন ঠিকানা ব্রাজিল। সেখানে রদ্রিগো-ভিনিসিয়ুসরা তাকে পেলেও , এমবাপ্পে-বেলিংহামরা তাকে আর পাচ্ছেন না।
একদিনে আনচেলত্তির বিদায় ঘণ্টা বেজেছে, অন্যদিকে চুক্তির নবায়ন হচ্ছে হ্যান্সি ফ্লিকের। বার্সার উত্থানে অবদান রাখা এই কোচ আরও এক বছর ক্লাবটির সঙ্গে থাকতে সায় দিয়েছেন। অর্থাৎ আগামী মৌসুমেও কাতালান এই ক্লাবটির ডাগআউটে দেখা যাবে ফ্লিককে। সেক্ষেত্রে আগামী মৌসুমেও দেখা মিলতে পারে বার্সা ম্যাজিকের।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হতে পারেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতানো এই স্প্যানিশ কোচও বর্তমানে দারুণ সময় পার করছেন। তাই আগামী মৌসুমে দেখা যেতে পাতে জাবি এবং ফ্লিকের শিষ্যদের লড়াই। নতুন করে জমে উঠবে এল ক্লাসিকো, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি
