
যা ছিল শঙ্কা, তাই হলো সত্যি! সব অনুরোধ উপেক্ষা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই অনেক অনুরোধ করেছিল তাকে। কিন্তু কাজ হলো না।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। তিনিও অবসরের ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামের এক পোস্টে।
১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। খেলোয়াড়ি জীবনেই যিনি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কোহলিকে আর দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।
আরও পড়ুন:
» এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ
» বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
View this post on Instagram
ভারতীয় বোর্ডকে কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আগামী মাসের ইংল্যান্ড সফরে তাকিয়ে বোর্ড তাকে ফেরানোর চেষ্টা করছে বলেও জানা গিয়েছিলো। এমনকি শচিনকে দিয়ে অনুরোধ করা হবে, এমন খবরও উঠে এসেছিলো। সেসব আদৌ কতটা হয়েছে, তা নিশ্চিত নয়। তবে কোহলির বিদায় এখন নিশ্চিত।
অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে ‘বিদায়’ জানানোর পাঁচ দিন পর কোহলির এই সিদ্ধান্ত এলো। ১২৩ টেস্টে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরির সুবাদে প্রায় ৪৭ গড়ে রান তার ৯ হাজার ২৩০। সর্বোচ্চ ইনিংস ২৫৪ নট আউট।
৩৬ বছরের এই ভারতীয় ক্রিকেট তারকাকে এখন শুধু আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে ওয়ানডে ফরমেটে। যে সংস্করণে তার রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওই সংস্করণেও রোহিতের সঙ্গে ভারতীয় দল থেকে বিদায় নেন কোহলি।
ক্রিফোস্পোর্টস/১২মে২৫/এজে
