Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের ইনিংস নিয়ে যা বললেন নাসুম

What Nasum said about his 67-run innings against New Zealand
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৬৭ রানের ইনিংস খেলেন নাসুম। ছবি- বিসিবি

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়া সোহানরা শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছে। তবে নাসুম আহমেদের কল্যাণে ব্যাটিংয়ে কিছুটা হলেও মান রক্ষা করতে পেরেছে বাংলাদেশ।

আজ শনিবার (১০ মে) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দলটি।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১০৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ইয়াসির আলী ও নাসুম আহমেদের ব্যাটে এগোতে থাকে স্বাগতিকরা। তবে ১৪৬ রানের মাথায় শেষ ব্যাটার হিসেবে মাঠে থাকা ইয়াসিরও ফিরে যান। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য দুইশ ছোঁয়াই অনেকটা অসম্ভব ছিল।

আরও পড়ুন:

» পাকিস্তান-আরব আমিরাত সফরের সবশেষ খবর জানাল বিসিবি

» বিদেশি ফুটবল লিগে অভিষেক বাংলাদেশের সানজিদার 

তবে দলে ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। তার ৬৭ রানের লড়াকু ইনিংসে ভর করেই ২২৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ৯৬ বলে ৯ চার ও এক ছক্কার মারে ইনিংসটি সাজান নাসুম।

এমন ইনিংসের পর নিজেকে অলরাউন্ডার ভাবতেই পারেন নাসুম। যদিও নিজেও অলরাউন্ডার ভাবতে নারাজ এই স্পিনার। ব্যাটিংয়ের কোনো বেসিক ধারণা ছাড়াই এভাবে ব্যাটিং করেছেন বলে জানান এই স্পিনার।

ম্যাচশেষে নাসুম বলেন, ‘যত বেশিক্ষণ উইকেটে থাকা যায় সেই চেষ্টাই করেছি। আলহামদুলিল্লাহ, চেষ্টার পর সফলও হয়েছি। আসলে আমার ব্যাটিংয়ের কোনো বেসিক নেই। আমি এভাবেই রান করি। কোনো ম্যাজিক নেই। আমি যত বেশিক্ষণ ব্যা করতে পারবো, সেটা আমার দলের জন্য প্লাস পয়েন্ট।’

তবে নিজেকে অলরাউন্ডার ভাবছেন না নাসুম, ‘আমি নিজেকে অলরাউন্ডার মানতে নারাজ। ব্যাটিং করতে পারি এটুকুই। যেহেতু এত বছরে এটা হয়নি এখন আর চাই না। আমি ব্যাটিংটা করতে পারি এটা আমার জন্য এবং দলের জন্য প্লাস পয়েন্ট।’

এদিন বল হাতেও দুর্দান্ত ছিলেন নাসুম। ১০ ওভাতে মাত্র ৩৬ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন এই স্পিনার।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট