
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলতি বছর এশিয়া কাপ রয়েছে। পরবর্তী বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় এবারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন। যার শুরুটা হবে আরব আমিরাতের মাটিতে। দলটির বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের। যদিও ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার কারণে অনিশ্চয়তায় টাইগারদের এই সফর।
আসন্ন এই সিরিজ নিয়ে সবশেষ তথ্য জানিয়েছে বিসিবি। পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হবে কি না তা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে আরব আমিরাতে যথাসময়েই সফর করবে টাইগাররা।
আরও পড়ুন:
» বিদেশি ফুটবল লিগে অভিষেক বাংলাদেশের সানজিদার
» বর্ষসেরা একাদশে জায়গা পেলেন হামজা চৌধুরী
আজ শনিবার (১০ মে) বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির আলোচন চলছে। এক্ষেত্রে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বোর্ডের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে বাংলাদেশ ক্রিকেট ও দলের স্বার্থই অগ্রাধিকার পাবে।’
এছাড়া আরব আমিরাত সিরিজ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট ও প্রস্তুতির প্রতিশ্রুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ে আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ দল।’
মূলত পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর আরব আমিরাতে ট্রানজিট নেবে বাংলাদেশ। তাই আরব আমিরাতের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি এবং দুই বোর্ডের আলোচনার পর সিরিজ চূড়ান্ত হয়। তবে পাকিস্তান সফর নিয়ে শঙ্কা থাকায় প্রশ্ন উঠে আরব আমিরাত সফর নিয়ে। তবে এবার বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফর হোক কিংবা না হোক, আরব আমিরাত সফর যথাসময়েই হবে।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি
