Connect with us
ক্রিকেট

বিএনপির তারুণ্যের মহাসমাবেশের মঞ্চে হাজির তামিম ইকবাল

Tamim BNP
বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন তামিম ইকবাল

খেলার মাঠের তামিম ইকবাল এখন রাজনীতির মাঠে। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেলে তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আরও পড়ুন:

» নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের

» শেষদিকে নাসুমের নৈপুণ্যে লজ্জার কবল থেকে বাঁচল বাংলাদেশ


সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট